আমরা রিক্রুটমেন্টের সময় যখন পোর্টফলিও দেখতে চাই, তখন ম্যাক্সিমামের যে কয়টি কমন সমস্যা আমাদের আশাহত করে সেগুলো হলঃ
১। খুবই অল্প সংখ্যক প্রজেক্টস।
দেখা যায় ক্যান্ডিডেট গিট শেয়ার করেছেন কিন্তু মাত্র কিছু প্রজেক্টস তাও কোয়ালিটি মেইন্টেইন্ড না। মনে হয় তাড়াহুড়ো করে একটা রিপো বানানো হয়েছে জাস্ট।
২। টিউটোরিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা।
দেখা যায় কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখে মোটামুটি ভালো একটা প্রজেক্ট করেছেন। কিন্তু পুরোটাই করেছেন কোন একটি টিউটোরিয়াল এমনভাবে ফলো করে যে পরে উনার প্রজেক্ট থেকে প্রশ্ন করলেও আশাতীত উত্তর পাওয়া যায় না। আসলে কোন টিউটোরিয়ালই মুখস্থ না করে টিউটোরিয়াল এ দেখানো বিষয় নিয়ে একটু আলাদা / নতুন কিছু করার প্রবণতা আনা প্রয়োজন।
৩। ইউনিক কিছু না করার প্রবণতা। আমি আগের বিষয়টি টেনে আনছি।
অনেকেই দেখা যায় টিউটোরিয়াল হুবহু ফলো করে মোটামুটি ভালো কোন প্রজেক্ট করে ফেলেন কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটি ছোট এক পেজ/ এক্টিভিটির কোন ইউনিক প্রোজেক্ট করেন না। এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। নিজে কোন একটা আইডিয়া ডেভেলপ করুন। এই আইডিয়ার উপর কাজ করুন। এই কাজ কে শো অফ করুন। ট্রাস্ট মি, অনেক কমন, রেডিমেড বড় প্রোজেক্ট থেকেও এর দাম অনেক গুন বেশি।
৪। মোস্ট ইম্পরট্যান্ট! গ্যাপ! যাই করেন, যে কাজ ই করেন, লেগে থাকবেন।
সমস্যা আসবেই, হাল ছারবেন না, গ্যাপ বানাবেন না। কন্সিস্টেন্সি বজায় রাখবেন। সাফল্য আসবেই। মনে রাখবেন, ডেস্টিনেশন যাই হোক না কেনো, জার্নি টা মজার হওয়া চাই।
শুভ কামনা সবার প্রতি।
মোঃ মহিউদ্দিন সৌরভ
সি ই ও
সিনট্যাক্সিভ
Syntaxive
+88 0176 3344438
info@syntaxive.tech
Website: www.syntaxive.tech
Instagram: www.instagram.com/syntaxive.tech
LinkedIn: www.linkedin.com/company/syntaxive
Twitter: twitter.com/syntaxive
YouTube: youtube.com/channel/UCLWyAfx3uDbxNiAoDJMZ-bA
#syntaxive#syntaxivelife#seo#ecommerce#laravel#php#wordpress#React#hosting#domain#graphicdesign#androiddevelopment#iosdevelopment#webdevelopment#webdesign#webdeveloper#html#website#coding#programming#css#javascript#digitalmarketing#softwaredevelopmentcompany